La police du Bangladesh, le service d'incendie et la défense civile, l'hôpital, l'ambulance du programme d'information (A2I) du bureau des premiers ministres ont lancé un lancement d'un
Police du Bangladesh, services d'incendie et défense civile, hôpital, ambulance
Le programme d'accès à l'information (A2I) du bureau du Premier ministre a lancé un nouveau service basé sur un téléphone portable composé de numéros de téléphone, d'adresses, de carte de la police, des pompiers et des hôpitaux publics de tout le Bangladesh.
Tout le monde peut facilement découvrir n'importe lequel de n'importe où de n'importe où dans le Bangladesh en utilisant cette application. S / Il peut facilement passer un appel à n'importe quel Thana, peut localiser le point de service le plus proche de la carte; Si nécessaire, peut voir le chemin vers cet emplacement dans la carte. Tout le monde peut envoyer ces informations à d'autres via SMS. Cette application comprend également un moyen facile d'envoyer des suggestions, des commentaires ou des plaintes directement à ces organisations. Pour une aide immédiate, il y a deux boutons chauds, ce ne sont qu'un seul clic pour appeler. De plus, n'importe qui peut échanger des informations et des messages via des pages Facebook de ces organisations.
বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এবং সরকারি হাসপাতালগুলোর ফোন নম্বর, ঠিকানা, ম্যাপ নিয়ে সম্পূর্ণ মোবাইল ফোনভিত্তিক একটি নতুন সেবা চালু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস-টু-ইনফরমেশন (A2I) প্রোগ্রাম।
অ্যাপটি ব্যবহার করে যে কেউ খুব সহজে বাংলাদেশের যে কোন থানা, ফায়ার সার্ভিস কিংবা হাসপাতাল খুঁজে বের করতে করতে পারবেন। সহজেই ফোন করতে করতে পারবেন আপনার কাঙ্খিত যে কোন স্টেশনে, ম্যাপ থেকে সহজেই খুঁজে বের করতে পারবেন আপনার সবচেয়ে কাছের থানা, ফায়ার স্টেশন কিংবা হাসপাতাল, প্রয়োজনে ম্যাপে দেখতে পারবেন সেই স্টেশনে যাবার পথটিও। সহজেই যে কোন বন্ধু কিংবা প্রিয়জনকে এসএমএসের মাধ্যমে পাঠাতে পারবেন এসব ফোন নম্বর ও ঠিকানা। অ্যাপটিতে আরও থাকছে আপনার পরামর্শ, মতামত কিংবা অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর জানানোর জরুরী মূহুর্তে মাত্র এক ক্লিকে পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগের জন্যে রয়েছে দুটি হট-বাটন। এছাড়া এই অ্যাপটি ব্যবহার করে পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা হাসাপাতালগুলোর ফেসবুক পেজের সাথেও সরাসরি তথ্য ও বার্তা আদান-প্রদান করা যাবে।